Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Test link
Posts

বিটকয়েন ।। pdf download।। মোস্তফা তামিম।

 

এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় বিটকয়েন। বিটকয়েন নিয়ে চারিদিকে এত কথা শোনা যাচ্ছে কোনটি যে সঠিক কোনটি যে বেঠিক তা বোঝা মুশকিল।

মোস্তফা তামিম একজন খনি শ্রমিকের মতো ঘটনা র গভীরে গিয়েছিলেন। বলা চলে, বিটকয়েন ব্যাপারটির মুলে পৌঁছে গেছেন । সাত সমুদ্র মন্থন করে তুলে এনেছেন , সবচেয়ে সঠিক, খাটি , মুল্যবান তথ্য গুলো। বাল্যবাহুল আংশিক কোনো তথ্য নয় , পুরো এবং হালনাগাদ তথ্য ।

আমি অর্থনীতি বুঝি না । বুঝার সাহস ও নেই।  কিন্তু এই বইটি পড়ে তুখড় আনন্দ পেয়েছি । মনে হচ্ছিল থ্রিলার পড়ছি । সহজ সরল নির্মেদ বর্ণনা -- সত্যিই বিস্ময়কর আমি। এখন জোর গলায় বলতে পারবো -- পৃথিবীর যে অল্প কয়েক জন  বিটকয়েনের মতো জটিল বাপারটি বোঝেন , তার মধ্যে আমি একজন । একটি ছোট্ট  বই পড়ে আমি এই যোগ্যতা অর্জন করলাম ।

বাংলা ভাষার ভান্ডার এই বইয়ের মাধ্যমে সমৃদ্ধ হলে ---

দারুন , দারুন , এটা একটি অতি দারুন ঘটনা ।।।


বইটির পিডিএফ ডাউনলোড লিংক :


link 1 link 2 link 3 link 4 link 5 ]

Post a Comment

© orpi. All rights reserved. Developed by Jago Desain