এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আলোচিত বিষয় বিটকয়েন। বিটকয়েন নিয়ে চারিদিকে এত কথা শোনা যাচ্ছে কোনটি যে সঠিক কোনটি যে বেঠিক তা বোঝা মুশকিল।
মোস্তফা তামিম একজন খনি শ্রমিকের মতো ঘটনা র গভীরে গিয়েছিলেন। বলা চলে, বিটকয়েন ব্যাপারটির মুলে পৌঁছে গেছেন । সাত সমুদ্র মন্থন করে তুলে এনেছেন , সবচেয়ে সঠিক, খাটি , মুল্যবান তথ্য গুলো। বাল্যবাহুল আংশিক কোনো তথ্য নয় , পুরো এবং হালনাগাদ তথ্য ।
আমি অর্থনীতি বুঝি না । বুঝার সাহস ও নেই। কিন্তু এই বইটি পড়ে তুখড় আনন্দ পেয়েছি । মনে হচ্ছিল থ্রিলার পড়ছি । সহজ সরল নির্মেদ বর্ণনা -- সত্যিই বিস্ময়কর আমি। এখন জোর গলায় বলতে পারবো -- পৃথিবীর যে অল্প কয়েক জন বিটকয়েনের মতো জটিল বাপারটি বোঝেন , তার মধ্যে আমি একজন । একটি ছোট্ট বই পড়ে আমি এই যোগ্যতা অর্জন করলাম ।
বাংলা ভাষার ভান্ডার এই বইয়ের মাধ্যমে সমৃদ্ধ হলে ---
দারুন , দারুন , এটা একটি অতি দারুন ঘটনা ।।।
বইটির পিডিএফ ডাউনলোড লিংক :